সৈয়দ খালেদ সাইফুল্লাহ

সৈয়দ খালেদ সাইফুল্লাহ পেশা হিসেবে লেখালেখি করেন। আর বাদবাকি সময়টায় খাওয়া-খাদ্যের জগতে ডুব দিয়ে থাকেন। হয় ভালোমন্দ খান, নাহলে খাবার নিয়ে কিছু একটা পড়েন, অথবা ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ বলে ফুড ভ্লগিঙে লেগে যান। দৈর্ঘ্যে সাড়ে পাঁচফুট, প্রস্থেও প্রায় কাছাকাছি। ঘোরতর কৃষ্ণবর্ণ। এই তো।