মার্টিন পুখনার

মার্টিন পুখনার একজন জার্মান-আমেরিকান সাহিত্য সমালোচক, সংস্কৃতি গবেষক, ও হার্ভার্ড ইউনিভার্সিটির ইংরেজি ও তুলনামূলক সাহিত্যের অধ্যাপক। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বড় ক্যানভাসে সাহিত্য, দর্শন, থিয়েটার, ও বিশ্ব-সংস্কৃতির ইতিহাস নিয়ে কাজের জন্য খ্যাত। সাহিত্যকে তিনি স্রেফ জাতীয় কোনো বিষয় না, বৈশ্বিক প্রেক্ষাপটে বিচার করতে আগ্রহী। সেই আগ্রহের সাথে সামঞ্জস্য রেখেই নর্টনের বিশ্বসাহিত্য সংকলনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দ্য রিটেন ওয়ার্ল্ড: দ্য পাওয়ার অফ স্টোরিজ টু শেইপ পিপল, হিস্ট্রি, সিভিলাইজেশন ও কালচার: আ নিউ ওয়ার্ল্ড হিস্ট্রি তার বিখ্যাত বই।