অভিজিৎ ব্যানার্জি

অভিজিৎ বিনায়ক ব্যানার্জি বর্তমানে এমআইটি’র ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতি বিভাগের অধ্যাপক। স্ত্রী এস্তের দুফ্লোর সঙ্গে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান ২০১৯ সালে। ‘পুওর ইকোনমিক্স’ তার বিখ্যাত বই। অভিজিৎ একজন খাদ্যরসিকও। খাদ্য বিষয়ে এ পর্যন্ত লিখেছেন দুটি বই: ‘কুকিং টু সেইভ ইয়োর লাইফ’ ও ‘ছক: অন ফুড, ইকোনমিক্স এন্ড সোসাইটি’।