সিগফ্রিড ক্র্যাকেউর

সিগফ্রিড ক্র‍্যাকেউর (১৮৮৯-১৯৬৬) ছিলেন একজন জার্মান-ইহুদি সমাজবিজ্ঞানী, চলচ্চিত্র তাত্ত্বিক, সাংবাদিক এবং সংস্কৃতি বিশ্লেষক। ফ্রাঙ্কফুর্ট স্কুলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত সিগফ্রিড ছিলেন এবং আধুনিক গণসংস্কৃতি ও সিনেমার সমাজতাত্ত্বিক বিশ্লেষণে সামনের সারির চিন্তকদের একজন। তার কাজ গণমাধ্যম, চিত্রভাষা এবং আধুনিকতার বোঝাপড়ায় গভীর প্রভাব ফেলেছে। নাৎসি শাসনের সময় জার্মানি থেকে পালিয়ে তিনি প্রথমে ফ্রান্স এবং পরে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস ও লেখালেখি করেছেন। তার চিন্তাভাবনায় পাশাপাশি ঠাই পায় সমাজতত্ত্ব, চিত্রশিল্প, দর্শন এবং সাহিত্যের নানান বিষয়। তার বিখ্যাত বই ম্যাস অর্নামেন্ট -এ আধুনিক সমাজে মানুষের বিচ্ছিন্নতা ও নানারকম সাংস্কৃতিক প্রবণতা নিয়ে দুর্দান্ত সব পর্যবেক্ষণ পাওয়া যায়।