বিয়ুং-চুল হান

দার্শনিক ও সংস্কৃতি তাত্ত্বিক বিয়ুং-চুল হানের দক্ষিণ কোরিয়ায়। থাকেন জার্মানিতে, পড়ান বার্লিন আর্টস বিশ্ববিদ্যালয়ে। তার নিওলিবারেলিজমের প্রভাব সমাজে ও ব্যক্তিজীবনে কিভাবে পড়ে তার ক্রিটিক তার অধিকাংশ রচনার বিষয়বস্তু। বার্নআউট, ডিপ্রেশন, প্রেম, ইন্টারনেট, রাজনৈতিক তত্ত্ব, ক্ষমতা, ধর্ম, সহিংসতা তার আগ্রহের বিষয়। ৩০টির বেশি বইয়ের রচয়িতা বিয়ুং-চুল হানের বিখ্যাত বই দ্য বার্নআউট সোসাইটি, সাইকোপলিটিক্স, দি এগোনি অফ এরোস, সেভিং বিউটি ও টপোলজি অফ ভায়োলেন্স।