বিনয় ঘোষ

বিনয় ঘোষ (১৯১৭ -১৯৮০) বিশ শতকের একজন বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক ছিলেন। বাংলার সামাজিক ইতিহাসের ধারা ১৮০০-১৯০০, মেট্রোপলিটন মন, মধ্যবিত্ত ও বিদ্রোহ, মেট্রোপলিটন মন, মধ্যবিত্ত ও বিদ্রোহ ও কালপেঁচার নকসা তার বিখ্যাত বই।